রান্না রেসিপি ব্লগে আপনাদেরকে স্বাগত। Ranna Recipe এর আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ও সুস্বাদু মটরশুঁটি বা “কড়াইশুঁটির কচুরি বানানোর নিয়ম”। শীতকাল মানেই নতুন নতুন সবজি ও নতুন নতুন খাবারের বাহার। শীতকালে সহজেই পাওয়া যায় বিভিন্ন শাক সবজি যা দিয়ে আপনি সহজেই রান্না করতে পারেন রকমারি রেসিপি।
আর এসময় আপনার হাতের কাছেই থাকে মটরশুঁটি যা দিয়ে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন কড়াইশুঁটির কচুরি। মটরশুটির কচুরি অনেকভাবেই বানানো যায়। তবে আমি এখানে কড়াইশুঁটির কচুরি বানানোর সবচেয়ে সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন এই রেসিপিটি বানাতে কিকি উপকরণ দরকার হয় ও কিভাবে বানাতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখে নিই।
কড়াইশুঁটির কচুরি বানানোর উপকরণ :
- ১. কড়াইশুঁটি ২৫০ গ্রাম
- ২. ময়দা ৫০০ গ্রাম
- ৩. আঁদা ১০ গ্রাম
- ৪. গোল মরিচের গুঁড়ো ১/৩ চা চামচ
- ৫. লবন পরিমান মত
- ৬. হিং ১/২ চা চামচ
- ৭. কাঁচা লঙ্কা ২- ৩ টি বা আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী
- ৮. ভাঁজার জন্য সাদা তেল
কড়াইশুঁটির কচুরি বানানোর নিয়ম :
- প্রথমে কাঁচা মটরশুঁটি , লঙ্কা ও আদা এবং ১/২ কাপ জল একসঙ্গে করে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে মিক্সিং করে নিন। মিক্সার মেশিন না থাকে শিলেও বেটে নিতে পারেন। মনে রাখবেন মটরশুঁটি কিন্তু একদম মিহি করে বেঁটে নিতে হবে যাতে ওর মধ্যে দানা দানা ভাব না থাকে। দানা দানা থাকলে কচুরি ভালো হবে না।
- এবার একটি পাত্রে ৫০০ গ্রাম ময়দা নিন। এবার ময়দার সঙ্গে পরিমান মত লবন, এক চামচ সাদা তেল এবং হিং ভালো করে মিশিয়ে নিন। এখন বেটে রাখা কড়াইশুঁটি ময়দার সঙ্গে যোগ করে প্রথমে ভালো ভাবে মেশান যাতে কড়াইশুঁটি ময়দার সঙ্গে সব যায়গায় সমান ভাবে মিশে যায়। এবার ময়দা ভালোভাবে মেখে ময়ান তৈরি করে নিন। ময়দা একটু শক্ত করে মাখবেন। ময়দা ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে একটি ভেজা কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।
- ১০ থেকে ১৫ মিনিট পর ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেঁটে নিন। এবার লেচি গুলো হাতের তালুতে দিয়ে ভালোভাবে গোল গোল করে নিন।
- এখন কড়াইতে পরিমান মত তেল নিয়ে গরম করুন। লেচিগুলো বেলন দিয়ে বেলে কড়াইতে দিন। এপিঠ ওপিঠ করে দুইপাশই ভালোভাবে খাস্তা (হালকা ব্রাউন) করে ভেজে নিন। এবার কড়াই থেকে তুলে একটি কিচেন পেপারের উপর রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।
- এখন আপনার প্রিয় কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। এখন এগুলি আলুর দম বা ঘুগনীর সাথে টমেটোর সস দিয়ে পরিবেশন করুন।
কড়াইশুঁটির কচুরি বানানোর রেসিপি
মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি একটি দারুন রেসিপি যা ভীষণ লোভনীয় একটি ঘরোয়া খাবার। খুব সহজেই বাড়িতে রান্না করা যায় এই খাবারটি। এটি তৈরি করতে প্রয়োজন কড়াইশুঁটি, ময়দা ও দু একটি অন্য্ উপকরণ।
Servings: 5
Calories: 125kcal
Equipment
- কড়াই
- ময়দা মাখার জন্য পাত্র
Ingredients
উপকরণ
- ২৫০ গ্ৰাম কড়াইশুঁটি
- ৫০০ গ্রাম ময়দা
- ১০ গ্রাম আঁদা
- ⅓ চামচ গোল মরিচের গুঁড়ো
- লবন পরিমান মত
- ½ চামচ হিং
- কাঁচা লঙ্কা ২- ৩ টি
- ভাঁজার জন্য সাদা তেল
Instructions
- প্রথমে কাঁচা মটরশুঁটি , লঙ্কা ও আদা এবং ১/২ কাপ জল একসঙ্গে করে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে মিক্সিং করে নিন বা শিলে বেঁটে নিন
- এবার একটি পাত্রে ময়দা নিয়ে তার সঙ্গে পরিমান মত লবন, এক চামচ সাদা তেল এবং হিং ভালো করে মিশিয়ে নিন
- এখন বেটে রাখা কড়াইশুঁটি ময়দার সঙ্গে যোগ করে ভালো ভাবে মিশিয়ে একটু শক্ত করে একটি ডো বা ময়ান তৈরি করুন। ডো টি একটি ভেজা কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।
- ১০ থেকে ১৫ মিনিট পর ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেঁটে নিন। এবার লেচি গুলো হাতের তালুতে দিয়ে ভালোভাবে গোল গোল করে নিন।
- কড়াইতে পরিমান মত তেল নিয়ে গরম করুন। লেচিগুলো বেলন দিয়ে বেলে কড়াইতে দিন। এপিঠ ওপিঠ করে দুইপাশই ভালোভাবে খাস্তা (হালকা ব্রাউন) করে ভেজে নিন। এবার কড়াই থেকে তুলে একটি কিচেন পেপারের উপর রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।
আরো পড়ুন
- ছোলার ডাল কচুরী বানানোর রেসিপি
- স্পঞ্জি ও নরম রসগোল্লা বানানোর রেসিপি।
- সহজে মোগলাই পরোটা বানানোর নিয়ম
- আলু পরোটা বানানোর রেসিপি
অনুগ্রহ করে রেসিপিটিতে স্টার রেটিং দিন
[Total: 5 Average: 5]
Pingback: কলা দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি - ব্যানানা আইসক্রিম
দেখেই জিভে জল এসে গেল.