কলার আইসক্রিম রেসিপি

কলা দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি

Please shear this

বন্ধুরা গরম চলে এসেছে আর গরমের দিনে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের খাবার আইসক্রিম। গরমে তৃষ্ণা মেটাতে এবং মুখে রুচি আনতে আইসক্রিম এর জুড়ি মেলা ভার। বন্ধুরা দোকানের নামি দামী কোম্পানির মত আইসক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। আজ আপনাদের বানানো শেখাবো ব্যানানা আইসক্রিম রেসিপি। কলা দিয়ে খুব সহজেই কিভাবে বানাবেন কলার আইসক্রিম চলুন দেখে নেওয়া যাক।

কলার আইসক্রিম তৈরি করতে মাত্র তিনটি উপকরণ দরকার, এগুলি হল কলা, চিনি এবং দুধ। চলুন স্টেপ বাই স্টেপ রেসিপি দেখে নিই ।

কলার আইসক্রিম রেসিপি
Print Recipe
5 from 1 vote

কলার আইসক্রিম – ব্যানানা আইসক্রিম রেসিপি

সামান্য কয়েকটি টাকা খরচ করেই মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি করুন সুস্বাদু ব্যানানা আইসক্রিম বা কলার আইসক্রিম। বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি
Prep Time10 mins
Cook Time5 mins
Total Time15 mins
Course: Dessert
Cuisine: Indian
Keyword: কলার আইসক্রিম বানানোর রেসিপি
Servings: 4
Calories: 150kcal
Author: Mahuya

Equipment

  • মিক্সার গ্রাইন্ডার
  • বড় সাইজের বাটি

Ingredients

উপকরণ

  • 5 টি বড় সাইজের কলা (অবশ্যই ভালো পাকা হতে হবে ).
  • ½ কাপ মিল্ক পাউডার বা 1 কাপ গরুর দুধ
  • 2 চামচ চিনি

Instructions

তৈরীর পদ্ধতি

  • প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা গোল গোল করে কাটুন। এবার কলার টুকরো গুলিকে একটি পাত্রে নিয়ে ১ থেকে দুই ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে ভালো ভাবে ঠান্ডা করুন।
  • যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন I গুঁড়ো দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই
  • এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন ওর সঙ্গে গুঁড়ো দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে মিক্সার করে নিন I
  • গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য জল ব্যবহার করুন I
  • খুব ভালো ভাবে মিক্সার করবেন যেন ওর মধ্যে দানা দানা ভাব না থাকে I
  • এবার কলা আর দুধের মিক্সার একটি কভার যুক্ত পাত্রে নিয়ে ভালোভাবে সিল করে চার পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন I
  • ৪-৫ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনার প্রিয় ব্যানানা আইসক্রিম পরিবেশন করুন।

Notes

  • আরো টেস্টি করার জন্য আইসক্রিমের উপর বাদাম বা কাজুর গুঁড়ো ছড়িয়ে দিন। আপনি চাইলে ডার্ক চকোলেটও ব্যবহার করতে পারেন। 
  • আশা করি এই Banana Ice-cream recipe টি আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

More Recipes

অনুগ্রহ করে রেসিপিটিতে স্টার রেটিং দিন
[Total: 3 Average: 5]

2 thoughts on “কলা দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি”

Leave a Comment

Your email address will not be published.

Recipe Rating